রাজনগরে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৯:১৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে উপজেলার ৮ইউনিয়নের শীতার্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার গালফ কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটির সহসভাপতি আব্দুল মন্নান তরফদার, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সাতির মিয়া, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ১ হাজার শীতার্থ ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়।