উত্তেজনাপূর্ণ শেষ দিনে অস্ট্রেলিয়ার ৪৮ রানে জয়
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৯:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সফরকারী ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
আজ শনিবার অ্যাডিলেড টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ৩১৫ রানে গুটিয়ে দিয়ে ৪৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৬৪ রান। আর অস্ট্রেলিয়ার ১০ উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও তৃতীয় উইকেটে মুরালি বিজয় ও অধিনায়ক বিরাট কোহলির ১৮৫ রানের জুটি ভারতকে বেশ ভালোভাবেই জয়ের পথে এগিয়ে নিচ্ছিল।
কিন্তু দলীয় ২৪২ রানে মুরালি বিজয়ের আউটেই যেন উলট-পালট হয়ে যায় সব। এরপর দলীয় সংগ্রহে আর মাত্র ৭৩ রান যোগ করতেই বাকি ৮ হারায় ভারত।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ডানহাতি অফস্পিনার ন্যাথান লিয়ন ৭ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন টিম ইন্ডিয়াকে।
মঙ্গলবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ব্যাট করতে নেমে তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫১৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ১৬২ রান করে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ১৪৫ ও অধিনায়ক মাইকেল ক্লার্ক ১২৮ রান করেন।
প্রথম ইনিংসে ভারতের পক্ষে মোহাম্মদ শামি, বরুন অ্যারন ও কর্ন শর্মা ২টি করে উইকেট নেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে সবক’টি উইকেট হারিয়ে ৪৪৪ তোলে ভারত।
কোহলি করেন ১১৫ রান। এছাড়া চেতেশ্বর পূজারা ৭৩, অজিঙ্কা রাহানে ৬২ ও মুরালি বিজয় ৫৩ রান করেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে স্পিনার ন্যাথান লিয়ন নেন ৫ উইকেট। এছাড়া মিচেল জনসন ও পিটার সিডল দুটি করে উইকেট নেন।
৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার ১০২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে টেস্ট জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৬৪ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।
দলীয় ৫৭ রানে দুই উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তুলে নেন শতক। তবে ব্যক্তিগত ৯৯ রান করে মুরালি বিজয় সাজঘরে ফেরার পর আর কোনো ব্যাটসম্যান যোগ্য সাহচার্য দিতে পারেননি পারেননি কোহলি। ফলে ১৪১ রান করে আউট হওয়া কোহলিও ব্যর্থ হন দলকে জয়ের বন্দরে ভেড়াতে।
দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিয়ন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন।
চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী বুধবার ব্রিসবেনে শুরু হবে।