সিলেট অপহরণকারী ও প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৮:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট নগরীর শাহী ঈদগাহের ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি বাসা থেকে ২ অপহরণকারী ও সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, অপহরণকারী চক্রের সদস্য জকিগঞ্জ উপজেলার পূর্ব মাইজকান্দি গ্রামের নূরুল ইসলামের পুত্র জামাল আহম্মদ (২৩), বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের পুত্র জামাল আহমেদ জুবের (২৬) ও সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য শ্রীমঙ্গল উপজেলার দুর্গানগর গ্রামের বাসিন্দা আব্দুস সোবহানের পুত্র মো. খালেক (৪৬)।
গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকার ধানসিঁড়ি ২৮/ডি বাসায় অভিযান চালায় র্যাব-৯ এর একটি বিশেষ টিম। পরে বাসা থেকে ২ অপহরণকারী ও সংঘবদ্ধ প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অপরহরণ মামলা রয়েছে। আটক অপহরণকারী ও সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) জালাল উদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।