কুলাউড়ায় দু’পক্ষের একই সময়ে একই স্থানে সমাবেশের ডাক, পুলিশি বাধায় পণ্ড
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৬:৩৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া বিএনপি’র একাংশের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন আহম জুনেদ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউপি চেয়ারম্যান শফি আহমদ সলমানের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ডাকা বিএনপির প্রতিবাদ সমাবেশ গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পুলিশ বলছে দু’পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় পুলিশ কাউকে প্রতিবাদ সমাবেশ করতে দেয়নি।
গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউপি চেয়ারম্যান শফি আহমদ সলমানের হাতে লাঞ্ছিত হন কুলাউড়া পৌর মেয়র ও বিএনপির একাংশের সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ। ঐদিন বিকেলে ও রাতে উভয় দলের নেতাকর্মীরা শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। এনিয়ে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে ঘটনার পর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ থেকে দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের প্রেক্ষিতে গতকার ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ৩টায় বিএনপি তাদের চৌমুহনীস্থ অফিসে প্রতিবাদ সমাবেশের আহ্বান করে। বিএনপি নেতা অ্যাড. আবেদ রাজা অভিযোগ করেন, পুলিশি বাধার মুখে তাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ করা সম্ভব হয়নি। বিএনপি একাংশের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন জুনেদ জানান, ঘটনার পর পর তিনি জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অমল কুমার ধর জানান, দু’পক্ষ দুটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তাছাড়া চৌমুহনী এলাকায় একই সময়ে দু’গ্রুপ প্রতিবাদ সভা আহ্বান করলে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোন পক্ষকে সভা করতে দেয়া হয়নি।