মৌলভীবাজারে ট্রাভেলস ব্যবসায়ী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৪, ১২:১৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের ট্রাভেলস ব্যবসায়ী আরো-ওয়ার্ল্ড ট্রাভেলসের মালিক মাহবুব ফেরদৌস আনোয়ার গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
জানা যায়, আনোয়ার বৃহস্পতিবার দুপুরে শহরের বেরিরপাড়স্থ তাঁর ব্যবসা প্রতিষ্ঠান অ্যারো-ওয়ার্ল্ড থেকে বের হন। দুপুর আড়াইটার পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, তাঁর ব্যক্তিগত শত্রু না থাকলেও অনেকের কাছে দেনা পাওনা ছিলো।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালেক ব্যবসায়ী নিখোঁজের খবন নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।