বড়লেখায় উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় হবে।
গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। প্রভাষক হাসান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি’র মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, বড়লেখায় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষন পাল, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।