যশোরে নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ৭
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৪, ৭:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যশোর সদর উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে যশোর-চৌগাছা সড়কের আব্দুল্লাহপুর নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু হামিদ। যশোরের চৌগাছা উপজেলার খাদিজা বেগম (৫০) ও একই উপজেলার আনিসুর রহমান (২৮)।
কোতোয়ালি থানার ভারপ্যাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান। হতাহতরা সবাই নসিমনের যাত্রী।