জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৪, ৬:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে পাশের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info থেকে জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস (ক্ষুদে বার্তা) করেও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে numf Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩১টি বিষয়ে গত আগস্ট মাসে তত্বীয় এবং নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় সারাদেশে ১০৩ টি কলেজের এক লাখ ২৬ হাজার ৮২১ জন পরীক্ষার্থী মোট ৮২টি কেন্দ্রে অংশগ্রহণ করেন।