সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৪, ১১:৫০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
জামেয়া কসিমুল উলুম দরগাহে শাহজালাল মাদরাসার ৩ দিনব্যাপি দস্তারবন্দি সম্মেলন উপলক্ষে মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম জাকারিয়া আলেম, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে মৌলভীবাজার ও রাজনগরে মতবিনিময় করেছেন। আজ ১১ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে ও রাজনগর থানা মসজিদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামেয়া দ্বীনিয়ার মুহতামিম মাও. মাসউদ আহমদ, বানারাই মাদরাসার মুহতামিম শায়খ মাও. আব্দুল হক, বছিরমহল মাদরাসার মুহতামিম মাও. আব্দুস সালাম তালুকদার, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, জামেয়া রহমানীয়ার মুহতামিম জামিল আহমদ আনছারী, মশাজান মাদরাসার মুহতামিম মাওলানা আমজাদ আলী, মরিচা মাদরাসার মুহতামিম মাও. শামছুল ইসলাম, রাধানগর মাদরাসার মুহতামিম মাও. আব্দুল মুগনী, জামেয়া হেমায়াতুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস মাও. মুছলেহ উদ্দীন আমীরপুরি, একই মাদরাসার মুহাদ্দিস মাও. কামরুজ্জামান, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাও. মুজাহিদ আহমদ, বরুনা মাদরাসার মুহাদ্দিস মাও. হিফজুর রহমান ফুয়াদ, আমীরপুর মাদরাসার পরিচালক মাও. ওলীদ আহমদ, ব্যবসায়ী মুহিবুর রহমান চৌধুরী, জগন্নাৎপুর মাদরাসার নাজিমে তালিমাত মাও. ফারুক আহমদ প্রমুখ।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনগর উপজেলার ২৫টি কওমি মাদরাসার মুহতামিম ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভয় জামেয়া ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারীয়া সাহেব বলেন, এটি একটি আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলন এদেশের আলেম ওলামা, সাধারণ মানুষ সবার। যদিও এটি আহ্বান করেছে জামেয়া কাসিমুল উলুম মাদরাসা। এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন। তাই এ সম্মেলন সফল করতে তিনি সকলের সহযোগিতা এবং এর বহুল প্রচার কামনা করেন। এছাড়াও তিনি জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ হযরত মাওলানা আকবর আলী (রহ.)কে স্মরণ করে তাঁর কিছু স্মৃতিচারণ ও দোয়া কামনা করেন।
সভা পরিচালনা করেন মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ।