বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৪, ৪:৫৪ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ে আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০১৩ ও ২০১৪ সালের বৃত্তিপ্রাপ্ত বড়লেখা, জুড়ী উপজেলার ৬০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল ১০ নভেম্বর বুধবার আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে মেধা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
শাহরিয়ার জামান খালেদ ও আমজাদ হোসেন পাপলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ছয়েফ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়রে ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রাজা দুলু, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরফ উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, কাঁঠালতলী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আছিয়া খতুন কল্যান ট্রাস্টের সভাপতি মহিউদ্দিন আহমদ গোলজার প্রমুখ।