রাজনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ১০:২৯ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ ১০ ডিসেম্বর বুধবার বিকাল ৩টার সময় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টার সময় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর নামক স্থানে মৌলভীবাজারমুখি একটি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১৩-০০৮০) ওই ইউনিয়নের কাজিরহাট গ্রামের সুলেমান হোসেনের মেয়ে ফারজানা আক্তারকে (১০) চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মারা যায়। একই সময় সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক সহ ৪যাত্রী আহত হন। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাজনগর থানার এএসআই নূরুন্নবী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও গাড়িটি থানায় নিয়ে আসেন।