আজমিরীগঞ্জে সেচ প্রকল্পে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৯:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে সেচ প্রকল্পে মেশিন বসানোর জন্য স্থান নির্বাচন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও তার ভাতিজা আলী আমজদ তালুকদারের লোকজনের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পশ্চিমবাগ গ্রামের হাওড়ে বোরো ধানের সেচ প্রকল্পের মেশিন বসাতে যায় আলী আমজদ তালুকদার এর লোকজন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের লোকজন বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর রহমান খন্দকার ও শিবপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর রহমান খন্দকার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও তার ভাতিজা আলী আমজদ তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই এই সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।