কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৫:১৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
“রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান চিনুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রসময় মোহান্ত, বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনয়োর খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিলুল।