কুলাউড়ায় ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৪:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক বিক্রি ও সেবন করার দায়ে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান এ দণ্ডাদেশ দেন।
এরা হলেন, কুলাউড়া উপজেলার আলালপুর এলাকার মৃত ইব্রারাহিম আলীর ছেলে আলী হোসেন (৩৮) ও পর্ব মনসুর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে সুমন মিয়া (৪০)।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এএআই) মো. মাজহারুল ইসলাম জানান, বিকেলে উপজেলার রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আলী হোসেন ও সুমন মিয়া গাঁজা বিক্রি ও সেবন কারার দায়ে তাদের আদের আটক করেন।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে বিচারক ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।