সিলেটে নাস্তিক জাবেদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষকের মামলা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৬:০৪ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টারঃ
কামাল বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল মুহিব উদ্দিন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় কুখ্যাত নাস্তিক জাবেদ মিয়ার বিরুদ্ধে ৯ ডিসেম্বর মামলা দায়ের করেছেন। ইসলাম ধর্মকে কুটক্তি ও এলাকার সাধারণ মুসলমানদের নাস্তিক বানানোর কারণে তার উপর এ মামলা দায়ের করা হয়। নাস্তিক জাবেদ উপজেলার নভাগ গ্রামের শাহ আফরোজ আলীর ছেলে। মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জাবেদ মিয়া মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও লেখাপড়া থাকাবস্থায় ইসলাম ধর্মের প্রতি তার বিশ্বাস ছিলনা। তিনি নামাজ, রোজা ও ইসলামী বিধি বিধান কিছুই মানতেন না। ইসলামী নিয়মনীতির বিরুদ্ধে সর্বদা তার অবস্থান ছিল। বিশেষ করে এসএসসি পাস করার পর সিলেট সরকারী কলেজে ভর্তি হওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে উঠে। তার সহপাঠিদের নাস্তিক বানানোর জন্য সে উঠেপড়ে লাগে। গোপনে গোপনে কাজ করে তার দলভারী করে। তার এসব ইসলাম বিরোধী কার্যক্রমে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট ছিল। বার বার বাধা দিলেও সে মানেনি। এবিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ বলেন, নাস্তিক জাবেদ মিয়া ইসলামের বিরুদ্ধে নানা অপকর্ম চালাচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আমাদের কাছে নানা অভিযোগ রয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।