সাপ্তাহিক পূর্বদিকের সহকারী সম্পাদক পদে মহ্সীন মুরাদ ও নায়েম লিটুর পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ১২:৫৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
সাপ্তাহিক পূর্বদিকের সহকারী সম্পাদকের পদে পত্রিকার স্টাফ রিপোর্টার মহ্সীন আহমদ মুরাদ ও অনলাইন প্রতিবেদক আহমেদ নায়েম খান (নায়েম লিটু) কে পদোন্নতি করা হয়েছে। গত ৬ ডিসেম্বর শনিবার পত্রিকার প্রকাশক হাফিয সাব্বির আহমদের সুপারিশক্রমে সম্পাদক মুজাহিদ আহমদ এক জরুরী সভার মাধ্যমে তাদের পদোন্নতির কথা জানান। এসময় উপস্থিত ছিলেন পূর্বদিকের সহযোগি সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব। শীঘ্রই তাদেরকে সহকারী সম্পাদকের নিয়োগপত্র প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।