সব শহরে বিনা বাধায় ইজিবাইক চালানোর বিষয়ে নীতিমালার প্রনয়ণের দাবি
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ১০:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীসহ দেশের সকল শহরে বিনা বাধায় ইজিবাইক চালাতে দেয়ার জন্য নীতিমালা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইজিবাইজ আমদানি ও সরবরাহকারী ব্যবসায়ী সমিতি।
গতকাল ৮ ডিসেম্বর সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘উন্নত বাংলাদেশে পরিবেশ বান্ধব বাহন চাই’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যেসব কিছু পড়ালেখা জানা বেকার মানুষগুলো এই ইজিবাইক চালিয়ে স্বল্প দূরত্বের যাত্রীদের স্বল্প মূল্যে সেবা দিচ্ছে। রিকশার বিকল্প হিসেবে এই ইজিবাইক চালাতে মাসে ৬শ’ টাকার বিদ্যুৎ লাগে এবং প্রতিটি গাড়ি মাসে ৩০ হাজার টাকা আয় করে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের বিভাগীয় শহরে, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ৮-১০ লাখ ইজিবাইক চলছে। এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। এই পরিবেশবান্ধব গাড়ি চালিয়ে ২৫ লাখ পরিবার সচ্ছল জীবন যাপন করছে।
বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে পরিবেশ বান্ধব বাহন কিনলে সরকার তার উপর ১৫ শতাংশ ভর্তুকি দেয়। অথচ বাংলাদেশে এ গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হয়রানির শিকার হচ্ছে চালকরা।
পরিশেষে বক্তারা বলেন, সরকার ইজিবাইক সেবাকে একটি নীতিমালার আওতায় এনে প্রতিটি গাড়ি থেকে বছরে ৫হাজার টাকা রাজস্ব আদায় করতে পারে। এতে সরকারের বছরে ৫শ’ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হবে।
বক্তাগণ সরকারের কাছে ইজিবাইকের জন্য নীতিমালা প্রণয়ন করার দাবি জানান। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি।