মৌলভীবাজারে যুবদল নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৮:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম আহমদ জিতুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৪টার দিকে শহরের ক্লাব সড়কস্থ তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। মো. আব্দুস সালাম আহমদ জিতু আব্দুর রশিদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার দুপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে আজ ভোর রাত ৪টার দিকে ক্লাব সড়কস্থ তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।