পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন হচ্ছে কাল
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৮:০১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন হচ্ছে আগামীকাল ১০ ডিসেম্বর বুধবার। ওই দিন সন্ধ্যা ৬টায় উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে।
এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।
শহীদ মিনারের ফলক উন্মোচনের পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সিলেট শহীদ মিনার পুনঃনির্মাণ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সুধী সমাবেশ এবং সন্ধ্যা ৭টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে ওই দিন বিকাল ৪টা থেকে মুক্তিযুদ্ধের গান ও লোক সংগীত পরিবেশন করা হবে।
প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মিত শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।