সদ্য প্রয়াত জুড়ী উপজেলা চেয়ারম্যান স্মরণে শোক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৫:১২ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
জুড়ী উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মোমিত আসুক স্মরণে গতকাল ৮ডিসেম্বর সোমবার জুড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আছর ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান সুমনের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত চেয়ারম্যানের ছোট ভাই ও হল্যান্ড আওয়ামীলীগের সভাপতি এম এ মোহিত ফারুক। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আয়াজুল ইসলাম, মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল আহাদ, তরুণলীগের আহ্বায়ক গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর প্রমুখ।