কুলাউড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৪:৫৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধ ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের পরিনগর কলোনী থেকে গতকাল ৮ ডিসেম্বর সোমবার ফারজানা আক্তার বিথী (২০) নামক এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিথী কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।
সোমবার সকালে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে বিথী আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
কুলাউড়া থানার এসআই আকলিমা বেগ ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, নিহত মৃত কামরুল ইসলাম ও ডাক বিভাগের কর্মকর্তা রেজিয়া আক্তারের মেয়ে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।