মৌলভীবাজারে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, ৫ পুলিশ আহত, গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ১২:২৯ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজারে ছাত্রদলের শোডাউনকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে উপ-পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ ৩ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে ও ঘটনাস্থল থেকে ৪ ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে।
সোমবার দুপুরে সদর উপজেলার জেল গেইট (জগন্নাথপুর) এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় পুলিশ বাদী মামলা হয়েছে।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল হাইকোর্ট থেকে জামিন নিয়ে রোববার (৭ নভেম্বর) জেল থেকে মুক্তি পান। গতকাল সোমবার দুপুরে ছাত্রদলের ২/৩ শত নেতাকর্মী জাকির হোসেন উজ্জলকে নিয়ে সদর উপজেলার জগন্নাথপুর জেল গেইট এলাকায় শো-ডাউনের প্রস্তুতি নেয়। এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাদেরকে শোডাউন করতে নিষেধ করে। এক পর্যায়ে উশৃঙ্খল নেতাকর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল ছূড়লে পুলিশের তিন জন এস আই ছব্বির, আমিনুল, কামাল এবং কনস্টেবল আছমা ও সাবিনা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলা ছাত্রদলের আমির হোসেন, আসিয়ান আহমদ চৌধুরী, ইমরান ও সাইফুল ইসলাম। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মডেল থানায় মামলা হয়েছে।
এদিকে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন জানান, জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জল মুক্তি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের কর্মীরা আসে এবং শান্তি পূর্ণ শো-ডাউন কর্মসূচিতে পুলিশ হামলা চালায় এবং ৪ কর্মীকে গ্রেফতার করে।
পুলিশ সুপার তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।