শীতে চাহিদা বৃদ্ধিতে রাজধানীসহ সারাদেশে চড়া দামে ইনহেলার বিক্রি
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৮:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শীতে অ্যাজমা আক্রান্তদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ে। এ থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই ইনহেলার ব্যবহার করে। কিন্তু সরবরাহ সংকটের অজুহাতে বাজারে অস্বাভাবিক মূল্যে বিক্রি হচ্ছে এটি।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, এসিআই, অ্যারিস্টোফার্মা ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ইনহেলার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। স্কয়ারের সালপ্রেক্স ইনহেলার প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। একইভাবে এ কোম্পানির টিকামেট ২৫০ মিলিগ্রামের ইনহেলারের সর্বোচ্চ খুচরা মূল্য ৭৯৫ টাকা, বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা, এসিআই কোম্পানির ব্রোডিল ইনহেলারের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৫ টাকা, বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। বেক্সিমকোর বেক্সিট্রোল-এফ ইনহেলারের সর্বোচ্চ খুচরা মূল্য ৭৯৫ টাকা, বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ভেনটোলিন ইনহেলারের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯০ টাকা, বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকায়। তবে শীতের বাড়তি চাহিদায় কোথাও কোথাও আরো বেশি দামে ইনহেলার বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে রাজধানীসহ সারা দেশে ইনহেলারের সংকট রয়েছে। এ সংকটের কারণে পণ্যটি নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক মূল্যে হচ্ছে বেশ কিছুদিন ধরেই। যদিও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। কিন্তু আইন প্রয়োগকারীদের দুর্বলতার সুযোগে দোকানিরা বেশি দামে পণ্যটি বিক্রি করছেন। তবে দোকানিরা জানান, কোম্পানিগুলো থেকে সরবরাহ কমিয়ে দেয়ায় বাজারে সংকট সৃষ্টি হয়। আর এ কারণে যে যার মতো দামে তা বিক্রি করছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক (বিপণন) মিজানুর রহমান জানান, পাঁচ মাস ধরে ইনহেলার তৈরির উপাদান ইথানলের সরবরাহ ছিল না। উপাদানটির অভাবে ইনহেলার উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহে সমস্যা দেখা দেয়। তবে সম্প্রতি ইথানলের সংকট কেটেছে। এরই মধ্যে উত্পাদন প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
মিটফোর্ড এলাকার ওষুধ ব্যবসায়ী সাফিন আহমেদ ও আরিফুর রহমান জানান, বাজারে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ইনহেলার বিক্রি হচ্ছে। কয়েকটি ইনহেলার তারা চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না। এ কারণে যে যার মতো দামে বিক্রি করছেন। তবে কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করলে তারাও নির্ধারিত মূল্যের চেয়ে কমে বিক্রি করতে পারবেন বলে জানান।