মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৫ অনুমোদন
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৮:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সরকারি ব্যবস্থাপনায় এবারো দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ- ২০১৫’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে কয়েকশ টাকা। প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা, যা গত বছর ছিল তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। আর প্যাকেজ-২ খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা, গত বছর খরচ ছিল দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। তবে দুটি প্যাকেজেই কোরবানির জন্য আলাদা যুক্ত হবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আজ ৮ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থপনায় দুই প্যাকেজের আওতায় যাবেন ১০ হাজার জন। আর বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।’
হজে যেতে টাকা জমা দিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের সময় অন্তত ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ দিন।
আর বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না বলেও জানান মোশাররাফ হোসাইন।
তিনি আরও বলেন, সৌদি সরকারের অনলাইন হজ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গতি রাখতে বাংলাদেশের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। সাধারণত মার্চ মাসে মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন পায়। এবার তা এগিয়ে আনা হয়েছে।