জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ১৪
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৭:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে বিদ্যুতের খাম্বার সাথে যাত্রীবাহী ক্যারিক্যাবের ধাক্কা লেগে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার ৭ ডিসেম্বর বিকেল।
নিহতরা হলে, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের অলিউর রহমানের স্ত্রী জেসমিন আক্তার (২২) ও তার ছেলে মিনহাজ উদ্দিন (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার বিকাল ৩টায় জৈন্তাপুর বাজার থেকে একটি যাত্রীবাহী ক্যারিক্যাব সিলেট নগরীতে আসছিল। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক এলাকায় বিদ্যুতের খাম্বার সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে ১৪ জন আহত হন। এর মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, জেসমিন আক্তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সিলেট নগরীতে আসছিলেন। সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হলেও শিশু কন্যাটি অক্ষত আছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি তাদের জিম্মায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহত জেসমিনের দেবর দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।