মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৫:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মাগুরা সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ ৮ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার কালিনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নজরুল ইসলাম (৩৫), মানিকগঞ্জের জিল্লু (৩০) ও কুমিল্লার শাহাবুদ্দিন (৩৫)।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওজিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে-খুলনাগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরার কালিনগর এলাকায় বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হয়। এছাড়া ট্রাকের চালকসহ অন্তত ১০ জন আহত হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়- এ কথা উল্লেখ করে এসআই ওজিয়ার জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।