বড়লেখায় চা বাগানের টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, মোটরসাইকেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৫:১২ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ কেরামতনগর চা বাগানের স্টাফ ও শ্রমিকের বেতনের টাকা লুট, মোবাইল ও বাগানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ৭ ডিসেম্বর রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মাইজপাড়ার রজব আলীর ছেলে সুমন আহমদ (২৪), সিকামহল গ্রামের আজিম উদ্দিনের ছেলে সরিফ উদ্দিন (২৩) ও ছিদ্দেক আলীর ছেলে ইউসুফ আলী (২২)। গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছিনতাইকৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন রোববার বিকেলে উদ্ধার করে।
ছিনতাইয়ের ঘটনায় গত ১৩ নভেম্বর বড়লেখা থানায় বাগানের ব্যবস্থাপক মারুফ আহমদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা নং-৮।
থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম ৩ ছিনতাইকারীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, চা বাগানের টাকা লুট, মোবাইল ফোন ও মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে গ্রেফতারকৃতরা সম্পৃক্ত। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে।