কমলগঞ্জে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৫:০৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল ৭ ডিসেম্বর রোববার মৌলভিবাজারের কমলগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ এর উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সকাল ১০ টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস, এম হাসনাত হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দীন, মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মোস্তফা কামাল, এলাকা পরিচালক কামাল উদ্দিন, প্রভাষক আব্দুল আহাদ, আব্দুল গফুর।