আজ মৌলভীবাজার মুক্ত দিবস
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৪:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজারে পাক হানাদার মুক্ত দিবস। বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিলেন।
ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ হামলার প্রতিরোধের মুখে চরমভাবে বাধা পেয়ে পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকলে প্রতিদিনই বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল। ডিসেম্বরের ২ তারিখ রাতে জেলার পূর্ব সীমান্তে শমসেরনগর বিমান ঘাঁটি ও চাতলাপুর বিওপিতে হানাদারদের ওপর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথভাবে আক্রমণ শুরু হয়। তীব্র আক্রমণের মুখে পাক শত্রুসেনারা টিকতে না পেরে মৌলভীবাজার শহরে তাদের ব্রিগেড হেড কোয়ার্টারে ফিরে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী মৌলভীবাজার দখলের উদ্দেশ্যে ৪ ডিসেম্বর বিকেলে শহর থেকে ৪ কিলোমিটার দূরে কালেঙ্গা পাহাড়ে এসে জড়ো হয় ও এখানে বড়টিলা এলাকায় পাকিস্তানিদের সঙ্গে তাদের সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে মিত্রবাহিনীর প্রায় ১২৮ জন সেনা শহীদ হন।
৫ ডিসেম্বর থেকে হানাদার বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে থাকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে। জেলায় অবস্থিত পরাজিত পাকিস্তানি সৈন্যরা তখন সিলেট অভিমুখে শেরপুরে হয়ে পালাতে যাওয়ার সময় তাদের এলোপাতাড়ি গুলিতে সেখানকার বহু সাধারণ মানুষ নিহত ও জখম করে। পরবর্তীতে শেরপুরে অবস্থান নিরাপদ নয় এটা মনে করে সিলেট চলে যায়। এবং ৮ ডিসেম্বর ১৯৭১ সালে পুরো মৌলভীবাজার হানাদার মুক্ত হয়।
৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তৎকালীন সময়ে মৌলভীবাজার মহকুমা কার্যালয় (বর্তমান জর্জ কোর্ট) প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে আকাশে ওড়ায় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা।