রাজশাহীতে ২ বাসের সংঘর্ষে ৩ কলেজ ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৯:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজশাহীর পবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাস খাদে পড়ে রাজশাহী কলেজের তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহত হয়েছে আরো ১৬ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ৭ ডিসেম্বর রোববার বেলা সাড়ে বারোটার দিকে রাজশাহীর কাটাখালি জুট মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) একেএম নাহিদুজ্জামান জানান, রাজশাহী কলেজের ছাত্রী বহনকারী ‘লাকি পরিবহন’ নামক বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ‘ইসলাম পরিবহন’ নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রী বহনকারী বাসটি রাজশাহী-ঢাকা সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন ছাত্রী মারা যায়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।