জৈন্তাপুরে বিজিবি-বিএসএফ’র মধ্যে ফলপ্রসূ পতাকা বৈঠক
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৭:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ-এর মধ্যে গতকাল ৬ ডিসেম্বর শনিবার পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএসফ-জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে কোন বাধা দেবে না বলে বিজিবিকে আশ্বস্থ করেছে।
জৈন্তাপুর উপজেলার একমাত্র মসলা গবেষণা কেন্দ্র হচ্ছে সাইট্রাস গবেষণা কেন্দ্র। এ কেন্দ্রের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজন দেখা দেয়। পরিকল্পনা অনুযায়ী বিগত কয়েক বছর থেকে ঐ গবেষণা কেন্দ্রের সীমানা প্রচীর নির্মাণ করে আসছে। সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এতে বাধা দেয়। এ নিয়ে গত ৪ ডিসেম্বর বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি। এ নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর সীমান্তের ১২৮৭ নং আন্তর্জাতিক পিলারের ৫ এস পিলার সংলগ্ন স্থানে বিজিবি-বিএসএফ’র মধ্যে পুনরায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সীমানা আইন মেনে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে আশ্বস্থ হয়ে বিএসএফ এ ব্যাপারে আর কোন বাধা দেবে না বলে বিজিবিকে জানায়।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৮ নং ব্যাটালিয়নের মুক্তাপুর কোম্পানি কমান্ডার বীরেন্দ্র আর কে রমেনের নেতৃত্বে ১৫ বিএসএফ সদস্য অংশ নেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীপুর কোম্পানি কামান্ডার নায়েক সুবেদার মো. আব্দুর রশিদ সহ ১৫ সদস্যের বিজিবি দল। এ সময় সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্তকর্তা বুরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিজিবি’র শ্রীপুর কোম্পানি কামান্ডার নায়েক সুবেদার আব্দুর রশিদ পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরেজমিনে বিষয়টি দেখার পর বিএসএফ এতে আর কোন বাধা দেবে না বলে জানিয়েছে। বিজিবি’র পক্ষ থেকে দ্রুত এ সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।