নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৩
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৭:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের নবীগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ছানু মিয়া (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। গতকাল ৬ ডিসেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় নিহত ছানু মিয়ার ভাই চুনু মিয়াও গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ছানু মিয়া ও প্রতিবেশী আব্দুর রশিকের পুত্র আব্দুল আহাদের মধ্যে স্থানীয় বিজনা নদীতে একটি কচুরীপানার দলে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। গতকাল বেলা দেড়টার দিকে ছানু মিয়া ঐ জায়গায় মাছ ধরতে যান। এসময় প্রতিপক্ষ আব্দুল আহাদ দেশিয় অস্ত্রসহ লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। উপর্যুপুরি হামলায় ছানু মিয়া ঘটনাস্থলেই মারা যান। হামলার সময় ছানু মিয়াকে বাঁচাতে গিয়ে তার ভাই চুনু মিয়া (৩০) গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা আব্দুল আহাদ, তার পিতা আব্দুর রশিক ও মাতা মল্লিক চান বিবিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদেরকে পলিশে সোপর্দ করা হয়।
ঘোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আরিফ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশিয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।