শীতে স্টেডিয়ামে উত্তাপ ছড়াচ্ছে মৌলভীবাজার প্রথম বিভাগ ফুটবল লীগ
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৪:৫৩ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
মৌলভীবাজার স্টেডিয়ামে জমে উঠেছে ‘শেখ কামাল নিটল-টাটা প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ-২০১৪’। দীর্ঘ ১০ বছর পর লীগ অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড়, ক্লাব, সংগঠক ও দর্শকরা মাঠে ভিড় করছেন ব্যাপক উৎসাহ নিয়ে।
গতকাল ৬ ডিসেম্বর শনিবার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই জায়ান্ট ক্লাব ওয়ান্ডারার্স এবং ইয়ং স্টারের মধ্যে উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। দেলোয়াড়ের জোড়া গোলে ইলেভেন স্টারকে ২-০ গোলে পরাজিত করে ওয়ান্ডারার্স ক্লাব।
৫ ডিসেম্বর শুক্রবার সূর্যমুখী ক্লাবের কাছে ৩-২ গোলে পরাজিত হয় সেন্ট্রাল স্পোর্টিং ক্লাব। সূর্যমুখী ক্লাবের পক্ষে ২ গোল করেন রকিব এবং ১ গোল করেন নাজমুল।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে ইয়ং স্টার ক্লাব। ইয়ং স্টারের তানভির ২ গোল এবং সেরুজ্জামান ১ গোল করেন। মোহামেডানের পক্ষে ১টি করে গোল করেন মোহাম্মদ আলী ও নিকাশ খেন রিয়াম।
৩ ডিসেম্বর বুধবার মিতালী স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ইয়ং ব্রাদার্সকে পরাজিত করে। খেলার একমাত্র গোলটি করেন সালাম মিয়া।
২ ডিসেম্বর মঙ্গলবার আবাহনী ক্রীড়া চক্রকে ৩-১ গোলে পরাজিত করে ওয়ান্ডারার্স ক্লাব। ওয়ান্ডারার্সের পক্ষে মফিজুল ২টি এবং সৌরভ ১ গোল করেন।
পহেলা ডিসেম্বর সোমবার ব্রাদার্স ইউনিয়ন বনাম সূর্যমুখী ক্লাবের মধ্যে গোলশুন্য ড্র হয়।
৩০ নভেম্বর রোববার উদ্বোধনী ম্যাচে ইয়ং স্টার ৪-০ গোলে ক্লাব সানফ্লাওয়ারকে পরাজিত করে।
গত ৩০ নভেম্বর রোববার সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শেখ কামাল নিটল-টাটা প্রথম বিভাগ জেলা ফুটবল লীগ-২০১৪’ উদ্বোধন করেন ।