উৎসাহ ও উদ্দীপনায় সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৪, ২:১১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস।
আজ ৬ ডিসেম্বর শনিবার দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী নূরুল মোমেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ প্রমুখ।
এ আগে সকালে জাতীয় পতাকা হাতে মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোভাযাত্রা শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।