কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৪, ১:৪৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যাল্ড ৩টি দেশে সরকারি সফর শেষে দেশে ফেরায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমানকে কমলগঞ্জবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ৬ ডিসেম্বর শনিবার দুপুরে ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহীদ আলী ও সাপ্তাহিক সংবাদ পত্রিকার সম্পাদক সানোয়ার হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, মিফতাউল ইসলাম উফরু, মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক জুয়েল আহমদ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলার প্রবেশদ্বার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে প্রায় ৫শত মোটর শোভাযাত্রা সহকারে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শোভানুধ্যায়ীরা তাকে বরণ করে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন।