মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুকে তালামীযের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৪, ১২:৩৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুর যুক্তরাজ্য সফর শেষে দেশে আগমন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে তালামীযের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাফিয কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, সহসাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইউনুছ আলী, জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জলিল, প্রচার সম্পাদক মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, সদর উপজেলা তালামীযের সভাপতি রাজন আহমদ, শহর তালামীযের সভাপতি মুজাহিদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি আব্দুল আজিম, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার সভাপতি নজরুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।
সভায় সংবর্ধিত ব্যক্তিকে ক্রেস্ট উপহার দেয়া হয়।