মৌলভীবাজার খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার খেলাফত মজলিমের উদ্যোগে উপজেলা দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।
আজ ৬ ডিসেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত তরবিয়তি মজলিসে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠিনিক সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী।
জেলা সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে তরবিয়তী মজলিসে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক আহমদ বিলাল, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আলী আসগর, মাও. ফখরুল ইসলাম প্রমুখ।
তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে, মোহাম্দ মুনতাসির আলী বলেন, জনদুর্ভো লাঘবে খেলাফত মজলিসের দায়িত্বশীল ভাইদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও মৌলিক মানবাধিকার প্রসঙ্গে দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র ও সরকারকে শোষকের প্রতিভূ হিসেবে অবতীর্ণ হয়েছে। যার থেকে সাধারণ মানুষদের রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।