জৈন্তায় বিজিবি-বিএসএফ’র নিষ্ফল পতাকা বৈঠক
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ৮:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর উপজেলা সাইট্রাস গবেষণা কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে ভারতীয় বিএসএফ বাধা প্রদান করেছে। এ নিয়ে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও নিষ্ফল হয়েছে। আগামী শনিবার পুনরায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের কাজ গত বছর হতে চলছে। ২দিন পূর্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ প্রাচীর নির্মাণে বাধা সৃষ্টি করে। এ নিয়ে গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় জৈন্তাপুর সীমান্তের ১২৮৭নং আন্তর্জাতিক পিলারের ৫এস পিলার সংলগ্ন স্থানে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৮নং ব্যাটালিয়নের মুক্তাপুর কোম্পানি কমান্ডার বীরেন্দ্র আর কে রমেনসহ ৭বিএসএফ সদস্য এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুর রশিদ, জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুছ ছালামসহ ৮সদস্যের টিম।
এসময় সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্তকর্তা বুরহান উদ্দিন ও ঝুটন চন্দ্র সরকারসহ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে সীমানা প্রাচীর নির্মাণ বন্ধ রাখার দাবি জানায় ভারতীয় প্রতিনিধি দল। ফলে পতাকা বৈঠকের কোন সফলতা আসেনি। এ নিয়ে আগামী ৬ ডিসেম্বর পুনরায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ চলে যায়।
এ ব্যাপারে বিজিবি’র শ্রীপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রশিদ বিএসএফ’র বাধা দেবার কথা স্বীকার করে বলেন, বিএসএফ অবৈধভাবে আমাদেরকে বাধা দিচ্ছে। এজন্য আমরা শামিত্মপূর্ণ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি। আমাদের তীব্র বাধার ফলে বিএসএফ তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য আমাদের কাছ থেকে সময় চেয়েছে। এদিকে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগামী শনিবার পরবর্তি পতাকা বৈঠকের আগ পর্যন্ত সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রাচীর নির্মাণ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
৫বিজিবি’র অধিনায়ক কর্নেল মাজহারুল ইসলাম জানান, বিএসএফ বাধা দেয়নি। সীমানা প্রাচীর স্থায়ীভাবে নির্মাণের জন্য যৌথভাবে জরিপ কাজ হয়েছে। প্রাচীরের অল্প কাজ বাকি আছে, দু’একদিনের মধ্যে শেষ হয়ে যাবে।