সাকিবের বিদেশে লিগ খেলায় আর বাধা নেই
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ৭:৩২ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের বিদেশে লিগ খেলার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
ক্রিকেট বোর্ড বা বিসিবি’র সভাপতি নাজমুল হাসান সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
এবার সাকিব আল হাসানের বিদেশে লিগ খেলার ক্ষেত্রেও কোন বাধা থাকলো না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, সাকিবের আচরণগত সমস্যাগুলোর অনেক পরিবর্তন হওয়ায় বোর্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
এরআগে গত সেপ্টেম্বর মাসে বিসিবি তাকে দেশের হয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।
বোর্ড থেকে অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া এবং আচরণগত সমস্যার অভিযোগে গত জুলাই মাসে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য এবং বিদেশি লিগ খেলার ক্ষেত্রে ৩১শে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি।
শেষপর্যন্ত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব সব নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেন।