রাজনগরে ‘ধনিয়া বড়ইউড়ি’বিলের অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৪, ৬:৪৩ পূর্বাহ্ণ
ধনিয়া বড়ইউড়ি বিলের অবৈধ দখল উচ্ছেদ করে ইজারাদারদের সমঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বালাগঞ্জ-রাজনগর সড়কের মোকামবাজারে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে ‘ধনিয়া বড়ইউড়ি’ জলমহালের (বিলের) অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসা, সহকারী কমিশনার, রাজনগর থানার ওসি, পাচগাঁও ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি টিম অবৈধ দখল উচ্ছেদ করেন। এছাড়াও মোকামবাজারে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ই নভেম্বর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে জলমহাল নীতিমালা অনুযায়ী ‘বৈশাখী যুব মৎসজীবী সমবায় সমিতিকে’ ১৪২১-১৪২৩ বাংলা সনের ৩বছরের জন্য ‘ধনিয়া বড়ইউড়ি’ নামের জলমহাল ইজারা বন্দোবস্ত দেয়া রাজনগর উপজেলা প্রশাসন। ইজারা মূল্য পরিশোধের পর গত ১৬ নভেম্বর ইউনিয়ন ভূমি অফিস ১৫৮ নং স্মারকে দখল প্রদান করে। ওই সমিতির লোকজন ১৭ জলমহালের দখল নিতে গেলে বিলের জমির মালিক দাবিদার ধুলিজুড়া গ্রামের আকবর আলী খেলা শাহবাজপুর গ্রামের কতিপয় ব্যক্তিকে নিয়ে তাদের প্রতিহত করতে যান। এ সময় ‘ধনিয়া বড়ইউড়ি’ জলমহালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও রাজনগর থানার পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
এব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। এর প্রেক্ষিতে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান, সহকারী কমিশনার মিন্টু চৌধুরী, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জুসহ পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই জলমহালে গিয়ে দখল উচ্ছেদ করেন।
এদিকে গতকালই উপজেলার মোকামবাজারে কয়েকটি অবৈধ স্থাপনা মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান বলেন, ধনিয়া বড়ইউড়ি বিলের অবৈধ দখল উচ্ছেদ করে ইজারাদারদের সমঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বালাগঞ্জ-রাজনগর সড়কের মোকামবাজারে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।