চা বাগান থেকে বছরে কোটি টাকার মাছ উৎপাদন
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০১৪, ৮:০৩ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন
জেলার বিভিন্ন চা বাগানগুলোতে মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। এখানে বছরে সাড়ে তিন হাজার টন মাছ চাষ হয়েছে। যার বাজারমূল্য ৪৫ কোটি টাকারও বেশি হবে। এসব মাছ চাষের সঙ্গে শিক্ষিত যুবকরাই বেশির ভাগই সম্পৃক্ত রয়েছে। ফলে চা বাগানে অর্থাৎ অরণ্যে মৎস্য চাষ এই জেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি মাছ চাষেও সম্ভাবনার এক নতুন দিগন্ত বলা যায়।
মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলার কমলগঞ্জ ,কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগানে মাছ চাষ হয়ে থাকে সব সময়। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান ও শমসেরনগর চা বাগান, বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান, ছোটলেখা চা বাগান, কেরামতনগর চা বাগান ও হাফিজাবাদ চা বাগান এবং জুড়ী উপজেলার সাগরনাল চা বাগান, ফুলতলা চা বাগান ও ধামাই চা বাগান, কুলাউড়া উপজেলার ক্লিবডন চা বাগান, দিলদারপুর চা বাগান, ইস্পাহানী গাজীপুর চা বাগান, রেহানা চা বাগান, মেরিনা চা বাগান, রাঙ্গীছড়া চা বাগান ও মুরইছড়া চা বাগান, চাতলাপুর চা বাগান, রাজনগর উপজেলার মাথিউরা চা বাগান এবং শ্রীমঙ্গল উপজেলায় কয়েকটি বাগানে ব্যাপক মাছ চাষ হয়ে থাকে। উপজেলা মৎস্য অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব চা বাগানে বছরে সাড়ে তিন হাজার টন মাছ চাষ হয়। এই মাছের বাজারমূল্য ৪০ থেকে ৪৫ কোটি টাকা হবে ধারনা করা হচ্ছে। বেশিরভাগ চা বাগান নিজস্ব ব্যবস্থাপনায় মাছ চাষ করছে। তবে বড় বড় কোম্পানি জায়গা লিজ দিয়ে আগ্রহী মৎস্য চাষীদের মাছ চাষ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
জেলায় এশিয়ার বৃহত্তম হাওর ও মিঠাপানির মৎস্যভান্ডার খ্যাত হাকালুকি হাওর, বাইক্কা বিল, কাউয়া দীঘির হাওরসহ অসংখ্য ছোট-বড় হাওর, বিল থাকার পরও চা বাগানের মাছ চাষ এই জেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগানগুলোতে মাছ চাষে ব্যাপক সাড়া পড়ে মূলত ২০০৬ সাল থেকে। তখন কুলাউড়ায় উপজেলা মৎস্য অফিসার হিসেবে যোগ দেন ফনিন্দ্র চন্দ্র সরকার। তিনি কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার হিসেবে যোগ দিলেও পার্শ্ববর্তী জুড়ী ও বড়লেখা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তখন থেকে চা বাগানে মাছ চাষের পন্থা উদ্ভাবন হয়। বিষয়টি তিনি বাগান মালিকদের মধ্যে ছড়িয়ে দেন। এতে বাগান মালিকরা উদ্বুদ্ধ হলে শুরু হয় চা বাগানে মাছ চাষ। এছাড়া তিনি হাকালুকি হাওরে বিল নার্সারি করে ব্যাপক সাড়া জাগান। এই বিল নার্সারিতে মাছের পোনা উৎপাদন করে হাওরে মাছের অধিক উৎপাদনে রাখেন ভূমিকা, যা এখন হাওরাঞ্চলের জন্য রোল মডেল হয়ে আছে।
এর ফলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এ মৎস্য কর্মকর্তা। ফলে প্রায় ৬ বছর কুলাউড়ায় চাকরির সুবাদে যুব সমাজকে মাছ চাষের প্রতি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেন। ২০১১ সালে শিক্ষামন্ত্রী ডিও লেটারের মাধ্যমে এই মৎস্য অফিসারকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় নিয়ে যান। এখনও সেখানে কর্মরত এই মৎস্য অফিসার হাকালুকি হাওরে মাছ উৎপাদনে ভূমিকা রাখছেন। মূলত চা বাগানে বর্ষাকালে পানি আটকে পাহাড়ি টিলার নিচে জলাশয় সৃষ্টি করে এই মাছ চাষ করা হয়। এসব জলাশয়ে তেলাপিয়া, রুই, বাউশ, মৃগেল মাছের চাষ হতো। এখন এসব প্রজাতির সঙ্গে গ্রাসকার্প, পাঙ্গাস ও কৈ মাছ চাষ করা হচ্ছে।
সরেজমিন কুলাউড়ার গাজীপুর ইস্পহানী চা বাগানে মাছ চাষ পরিদর্শনে গেলে মাছ চাষী আবু মোহাম্মদ জানান, লেখাপড়া শেষ করে শহরে ব্যবসার পাশাপাশি তিনি চা বাগানে মাছ চাষের জন্য জলাশয় আকারে কিছু জমি বন্দোবস্ত নেন। টিলায় চা গাছ আর মনোমুগ্ধকর জলাশয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। তার এই মাছের খামারে মাছের খাদ্য দেয়া ও পাহারার জন্য ১০ জন শ্রমিক কর্মরত আছে। মাছ উৎপাদনের পাশাপাশি কিছু বেকার মানুষেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছেন- এটাই তার কাছে বিশাল বিষয়। তবে মৎস্য অফিস থেকে মাছ চাষীদের কোনো সহযোগিতা করা হয় না। কোনোরূপ সমস্যা দেখা দিলে মৎস্য অফিসের লোকজনকে খোঁজ করে আনতে হয়। শুধু তাই নয়, তার জন্য দিতে হয় নির্দিষ্ট অংকের সেলামি।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো. শফিকুজ্জামান জানান, চা বাগানে মাছ চাষ একটি লাভজনক ক্ষেত্র। যেখানে মৎস্য বিভাগ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে। যেমন বাগানের জলাশয়ে পানির অক্সিজেনের সংকট আছে কি না এবং খাদ্যের নমুনা দেখে মাছ চাষীদের পরামর্শ প্রদান। এছাড়া মাছ চাষীদের প্রশিক্ষণ ও ঋণ দেয়া হয়।
Pv evMvb ‡_‡KeQ‡i ‡KvwU UvKvi gvQ Drcv`b
Rqbvj Av‡e`xb
†Rjvi wewfbœ Pv evMvb¸‡jv‡Z gvQ Pv‡l e¨vcK mvov c‡o‡Q| GLv‡b eQ‡i mv‡o wZb nvRvi Ub gvQ Pvl n‡q‡Q| hvi evRvig~j¨ 45 ‡KvwU UvKviI ‡ewk n‡e| Gme gvQ Pv‡li m‡½ wkwÿZ hyeKivB †ewki fvMB m¤ú„³ i‡q‡Q| d‡j Pv evMv‡b A_©vr Ai‡Y¨ grm¨ Pvl GB †Rjvq ‡eKvi hyeK‡`i Kg©ms¯’v‡bi cvkvcvwk gvQ Pv‡lI m¤¢vebvi GK bZyb w`MšÍ ejv hvq|
grm¨ wefvM m~Î Rvbvq, †Rjvi KgjMÄ ,KyjvDov, Ryox, eo‡jLv, ivRbMi I kÖxg½j Dc‡Rjvi Pv evMv‡b gvQ Pvl n‡q _v‡K me mgq| we‡kl K‡i KgjMÄ Dc‡Rjvi gvaecyi Pv evMvb I kg‡mibMi Pv evMvb, eo‡jLv Dc‡Rjvi kvnevRcyi Pv evMvb, ‡QvU‡jLv Pv evMvb, ‡KivgZbMi Pv evMvb I nvwdRvev` Pv evMvb Ges Ryox Dc‡Rjvi mvMibvj Pv evMvb, dyjZjv Pv evMvb I avgvB Pv evMvb, KyjvDov Dc‡Rjvi wK¬eWb Pv evMvb, w`j`vicyi Pv evMvb, B¯úvnvbx MvRxcyi Pv evMvb, ‡invbv Pv evMvb, ‡gwibv Pv evMvb, iv½xQov Pv evMvb I gyiBQov Pv evMvb, PvZjvcyi Pv evMvb, ivRbMi Dc‡Rjvi gvw_Div Pv evMvb Ges kÖxg½j Dc‡Rjvq K‡qKwU evMv‡b e¨vcK gvQ Pvl n‡q _v‡K| Dc‡Rjv grm¨ Awdm m~‡Î cÖvß Z_¨ Abyhvqx Gme Pv evMv‡b eQ‡i mv‡o wZb nvRvi Ub gvQ Pvl nq| GB gv‡Qi evRvig~j¨ 40 ‡_‡K 45 ‡KvwU UvKv n‡e avibv Kiv n‡”Q| ‡ewkifvM Pv evMvb wbR¯^ e¨e¯’vcbvq gvQ Pvl Ki‡Q| Z‡e eo eo ‡Kv¤úvwb RvqMv wjR w`‡q AvMÖnx grm¨ Pvlx‡`i gvQ Pvl Kivi my‡hvM m„wó K‡i w`‡q‡Q|
‡Rjvq Gwkqvi e„nËg nvIi I wgVvcvwbi grm¨fvÛvi L¨vZ nvKvjywK nvIi, evB°v wej, KvDqv `xwNi nvIimn AmsL¨ ‡QvU-eo nvIi, wej _vKvi ciI Pv evMv‡bi gvQ Pvl GB †Rjvi gvby‡li g‡a¨ e¨vcK mvov RvwM‡q‡Q| KyjvDov, Ryox I eo‡jLv Dc‡Rjvi Pv evMvb¸‡jv‡Z gvQ Pv‡l e¨vcK mvov c‡o g~jZ 2006 mvj ‡_‡K| ZLb KyjvDovq Dc‡Rjv grm¨ Awdmvi wn‡m‡e ‡hvM ‡`b dwb›`ª P›`ª miKvi| wZwb KzjvDov Dc‡Rjv grm¨ Awdmvi wn‡m‡e ‡hvM w`‡jI cvk¦©eZ©x Ryox I eo‡jLv Dc‡Rjvq AwZwi³ `vwqZ¡ cvjb K‡ib| ZLb ‡_‡K Pv evMv‡b gvQ Pv‡li cš’v D™¢veb nq| welqwU wZwb evMvb gvwjK‡`i g‡a¨ Qwo‡q ‡`b| G‡Z evMvb gvwjKiv DØy× n‡j ïiæ nq Pv evMv‡b gvQ Pvl| GQvov wZwb nvKvjywK nvI‡i wej bvm©vwi K‡i e¨vcK mvov RvMvb| GB wej bvm©vwi‡Z gv‡Qi ‡cvbv Drcv`b K‡i nvI‡i gv‡Qi AwaK Drcv`‡b iv‡Lb f~wgKv, hv GLb nvIiv‡ji Rb¨ ‡ivj g‡Wj n‡q Av‡Q|
Gi d‡j e¨vcK RbwcÖqZv AR©b K‡ib G grm¨ Kg©KZ©v| d‡j cÖvq 6 eQi KzjvDovq PvKwii myev‡` hye mgvR‡K gvQ Pv‡li cÖwZ me‡P‡q ‡ewk DØy× K‡ib| 2011 mv‡j wkÿvgš¿x wWI ‡jUv‡ii gva¨‡g GB grm¨ Awdmvi‡K wm‡jU ‡Rjvi ‡MvjvcMÄ Dc‡Rjvq wb‡q hvb| GLbI ‡mLv‡b Kg©iZ GB grm¨ Awdmvi nvKvjywK nvI‡i gvQ Drcv`‡b f~wgKv ivL‡Qb| g~jZ Pv evMv‡b el©vKv‡j cvwb AvU‡K cvnvwo wUjvi wb‡P Rjvkq m…wó K‡i GB gvQ Pvl Kiv nq| Gme Rjvk‡q ‡Zjvwcqv, iæB, evDk, g„‡Mj gv‡Qi Pvl n‡Zv| GLb Gme cÖRvwZi m‡½ MÖvmKvc©, cv½vm I ‰K gvQ Pvl Kiv n‡”Q|
m‡iRwgb KyjvDovi MvRxcyi B¯únvbx Pv evMv‡b gvQ Pvl cwi`k©‡b ‡M‡j gvQ Pvlx Avey ‡gvnv¤§` Rvbvb, ‡jLvcov ‡kl K‡i kn‡i e¨emvi cvkvcvwk wZwb Pv evMv‡b gvQ Pv‡li Rb¨ Rjvkq AvKv‡i wKQy Rwg e‡›`ve¯Í ‡bb| wUjvq Pv MvQ Avi g‡bvgy»Ki Rjvk‡q wZwb wewfbœ cÖRvwZi gvQ Pvl Ki‡Qb| Zvi GB gv‡Qi Lvgv‡i gv‡Qi Lv`¨ ‡`qv I cvnvivi Rb¨ 10 Rb kÖwgK Kg©iZ Av‡Q| gvQ Drcv`‡bi cvkvcvwk wKQy ‡eKvi gvby‡liI Kg©ms¯’v‡bi my‡hvM m…wó Ki‡Z ‡c‡i‡Qb- GUvB Zvi Kv‡Q wekvj welq| Z‡e grm¨ Awdm ‡_‡K gvQ Pvlx‡`i ‡Kv‡bv mn‡hvwMZv Kiv nq bv| ‡Kv‡bviƒc mgm¨v ‡`Lv w`‡j grm¨ Awd‡mi ‡jvKRb‡K ‡LvuR K‡i Avb‡Z nq| ïay ZvB bq, Zvi Rb¨ w`‡Z nq wbw`©ó As‡Ki ‡mjvwg|
G e¨vcv‡i ‡gŠjfxevRvi ‡Rjv grm¨ Awdmvi ‡gv. kwdKy¾vgvb Rvbvb, Pv evMv‡b gvQ Pvl GKwU jvfRbK ‡ÿÎ| ‡hLv‡b grm¨ wefvM me ai‡bi mn‡hvwMZv I civgk© w`‡q _v‡K| ‡hgb evMv‡bi Rjvk‡q cvwbi Aw·‡R‡bi msKU Av‡Q wK bv Ges Lv‡`¨i bgybv ‡`‡L gvQ Pvlx‡`i civgk© cÖ`vb| GQvov gvQ Pvlx‡`i cÖwkÿY I FY ‡`qv nq|