সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে গোলাগুলি
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৪, ১২:৫৪ অপরাহ্ণ
এমসি প্রতিনিধি # সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বেলা সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আমাদের কলেজ প্রতিনিধি জানান বুধবার সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা কামরুল, নজমুল, টিটুর সাথে সয়েফ ও আকাশের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কলেজের পেছনের গেইটে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
আমাদের কলেজ প্রতিনিধি জানান বুধবার সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা কামরুল, নজমুল, টিটুর সাথে সয়েফ ও আকাশের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কলেজের পেছনের গেইটে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমসি কলেজ ছাত্রলীগের একাধিক নেতা বলেছেন দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রলীগের কমিটি না থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যার কারণে কয়েকদিন পর পর সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে শাহপরান থানার এসআই আব্দুল আলিম বলেন, ক্ষমতার দ্বন্ধ নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
তিনি গুলি বিনিময়ের ঘটনা অস্বীকার করেন।