শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৪, ১১:২৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের ক্যাপলাইনে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর সোমবার দুপুরে। নিহতের নাম সচিতা তাঁতী (৪৫)। সে মতিলাল তাঁতীর ছেলে। ঘাতকেতর নাম অচিতা তাঁতী (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সচিতা তাতী সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি। ছোট ভাই দীর্ঘ দিন ধরে বেকার। বড় ভাই সচিতা তাঁতী তার ছোট ভাইকে প্রায় সময় কাজ করার জন্য বলতো। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হতো। সচিতা তাঁতী দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে সচিতা তাঁতীর গলার বাম দিকে কোপ দেয় অচিতা তাঁতী। ঘটনার সাথে সাথে বালিশিরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার এসআই গিয়াস উদ্দিন জানান, আমি ও এসআই রাজিব মন্ডল বিকেল ৪ ঘটিকার দিকে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করেছে।