কমলগঞ্জের ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ১ ঘণ্টা দোকানপাঠ বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৪, ১১:২০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে সবজি বাকী না দেয়ায় ব্যবসায়ীকে মারপিট করার প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীরা একঘণ্টা সকল দোকানপাঠ বন্ধ রাখে। পুলিশ ও ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। গত ২৭ নভেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় ভানুগাছ বাজারে এ ঘটনাটি ঘটে।
ভানুগাছ বাজারের কাঁচামাল ব্যবসায়ী সাকির মিয়া অভিযোগ করে বলেন, বালিগাঁও গ্রামের লোকমান মিয়া বাকীতে সবজি নিতে চান। বাকিতে সবজি না দেয়ায় লোকমান মিয়া তার সহযোগীদের মোবাইল ফোনে ডেকে এনে হামলা চালিয়ে আহত করে নগদ প্রায় ৯হাজার টাকা সহ ক্যাশ বাক্স, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন লুট করে। এ ঘটনার প্রতিবাদে ভানুগাছ বাজারের সকল কাঁচামাল ব্যবসায়ীরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বৈদ্যুতিক বাতি নিভিয়ে সড়কে অবস্থান নিয়ে দোকানপাঠ বন্ধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সৈয়দ মখলিছুর রহমান ও কমলগঞ্জ থানার এসআই জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা শান্ত হন।
ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সহ সভাপতি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শুক্রবার রাতে সালিশ বৈঠকে সমস্যার সমাধান হবে।