তৈয়ব আলী কারিগরি কলেজে সংঘর্ষ, ৪ জন বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৪, ৭:৪৪ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী কারিগরি কলেজে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কলেজ কর্তৃপক্ষ ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছেন। গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
জানা যায়, ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে কলেজের ১০-১৫ জন ছাত্র ক্লাসরুমে অপর একটি গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ক্লাসরুমের আসবাবপত্র ভাংচুর করে। ভাংচুরের নেতৃত্ব দেন বিএম শাখার ছাত্র তানজিল হোসেন ও মারুফ আহমদ। এতে ১৫জনের আহত হবার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় লাঞ্ছিত হন কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, শিক্ষক মোবারক হোসেন ও লাইব্রেরিয়ান আলা উদ্দিন।
বহিস্কৃতরা হলেন- তানজিল হোসেন, মারুফ আহমদ, ফেরদৌস আহমদ ও ফরিদ উদ্দিন। চার শিক্ষার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করে ফারুক আহমদ বলেন- তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।