লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে তালামীযের বিক্ষোভ মিছিল ও পথসভা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ২:২৯ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখা। ২৬ নভেম্বর বুধবার দেড়টার দিকে মিছিলটি শহরের চৌমোহনা থেকে শুরু করে কুসুমবাগস্থ এসআর প্লাজার সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
শহর সভাপতি মুজাহিদ আহমদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলাসভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সাবেক জেলা সভাপতি শফিকুল আলম সুহেল, জেলা প্রচার সম্পাদক মুছলেহ উদ্দিন সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক শেখ কাদের আল হাসান, সদর উপজেলা সভাপতি রাজন আহমদ, কলেজ সভাপতি সাজিদুল ইসলাম জুয়েল, টাউন কামিল মাদরাসা সভাপতি নজরুল ইসলাম, কলেজ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শহর তালামীযের সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, টাউন কামিল মাদরাসা সাধারণ সম্পাদক আফসার আহমদ প্রমুখ।