রাজনগরে ছুরি ধরে দুই নারীর স্বর্ণালঙ্কার ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৪, ১১:৩৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভিবাজারের রাজনগরে দুই নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। আজ ২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার কদমহাটা-বালিসহস্র সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ছিনতাইয়ের শিকার নারীরা জানান, আজ সকালে কমলগঞ্জ উপজেলার রামপুর গ্রামের রামকৃষ্ণ ভট্টাচার্য তার স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে রাজনগর উপজেলা বালিসহস্র গ্রামে তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় কদমহাটা-বালিসহস্র সড়কের পানি উন্নয়ন বোর্ডের ব্রিজের কাছে একটি মোটরসাইকেলের ৩ জন আরোহী তাদের গতিরোধ করে। এবং ছুরি ধরে ছিনতাইকারীরা রামকৃষ্ণ ভট্টাচাযের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্য ও পুত্রবধু শুভ্রা ভট্টাচার্যের গলা থেকে স্বর্ণের চেইন ও ন্যাকলেস ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাজনগর থানা ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।