কমলগঞ্জে যাত্রাপালার নামে অবৈধ হাউজি বাম্পারের প্যান্ডেল ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৪, ১:০৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে অবৈধভাবে নির্মিত যাত্রাপালা ও হাউজি বাম্পারের প্যান্ডেল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার নভেম্বর দুপুর ২টায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই প্যান্ডেল ভেঙে ফেলা হয়।
জানা যায়, উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে কতিপয় পেশাদার জুয়াড়িরা, যাত্রাপালার নামে হাউজি বাম্পার, জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য একটি প্যান্ডেল করেছিল। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় তৌহিদী জনতার ব্যানারে মাওলানা মুফতী আলতাফুর রহমানের সভাপতিত্বে হাজীপুর ইউনিয়নের পীরের বাজার প্রাইমারী স্কুল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্যে চলাকালে পার্শবর্তী শমশেরনগর থেকে ১০/১২টি মোটর সাইকেল যোগে ২০ জন যাত্রা পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে পীরের বাজার এলাকায় এসে মহড়া দিতে গেলে উত্তেজিত জনতা ধাওয়া করলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।
স্থানীয়সূত্রে জানা গেছে, এ সংঘর্ষে ৪জন আহত হয়। বিক্ষুব্ধ লোকজন যাত্রা, হাউজি বাম্পার ও জুয়ার পক্ষে আসা জেনে লোকজনের ৪টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনজনকে আটক করে কুলাউড়া থানার পুলিশেল কাছে সোপর্দ করেন।
কুলাউড়ার পীরের বাজারে সংঘর্ষ, চারটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা ও তিনজনতে আটক করার খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার সন্ধ্যার পর শমশেরনগর ডাকঘর এলাকায় পীরের বাজার থেকে আগত সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের উপর হামলা চালায় কতিপয় বখাটে ছেলেরা। এ নিয়ে সোমবার সন্ধ্যার পর থেকে শমশেরনগর ও পীরের বাজারে উত্তেজনা বিরাজ করে। শমশেরনগরের সাথে পীরেরবাজার ও কটারকোণা পথে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ অবস্থায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নির্মিত যাত্রা ও হাউজি বাম্পারের প্যান্ডেল ভেঙে ফেলেন।
এ বিষয়ে নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অবেধভাবে যাত্রাপালা ও হাউজি বাম্পার আয়োজনের উদ্যোগ নিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া মোটর সাইকেল পুড়ানোতে বাধ্য হয়ে আজ মঙ্গলবার অভিযান করে আয়োজন স্থলে আয়োজকদের কাউকে না পেয়ে ও এ আয়োজনের কোন বৈধতা না পেয়ে প্যান্ডেল ভেঙে ঢেউ টিন ও কাঠের সামগ্রী জব্দ করা হয়। আগামীকাল বুধবার ঢেউ টিনও কাঠের সামগ্রী প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।