জগন্নাথপুরে ট্রিপল মার্ডার মামলায় চার্জ গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৪, ৬:৪৫ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ট্রিপল মার্ডার মামলার চার্জ গঠন করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর সোমবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন করা হয়।
চার্জসিটে ৪৬ জন আসামীর মধ্যে ১১জনকে রেখে ৩৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে ২০০৮ সালে ২২ মার্চ খাস জমি দখলকে কেন্দ্র করে কলকলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ও একই এলাকার জামাল মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় সাজ্জাদুর রহমান বাদী হয়ে ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে তিনজন ইতিমধ্যেই মারা গেছেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ায় গতকাল সোমবার চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠন করা হয়। এতে ঘটনার সাথে জড়িত ১১জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করে বাকি আসামীদের অব্যাহতি দেয়া হয়েছে।