কুলাউড়ায় যাত্রাগানের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৪, ৫:০৬ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পীরের বাজারে যাত্রাগানের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা হয়েছে। এ সময় হামলাকারীদের ৪ টি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে প্রতিবাদকারী মুসল্লীরা। জনতার হাতে আটক তিনজন জয়েছেন। অভয় পক্ষের ৮জন আহত হয়েছেন। গতকাল ২৪ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় প্রতিবাদ সভায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের পীরের বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে মৌলানা মুফতী আলতাবুর রহমানের সভাপতিত্বে এবং পীরেরবাজারের মাওলানা শিরাজুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভা বক্তব্য রাখেন- পীরের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাজা মিয়া, কটারকোনার মাওলানা সুয়াইব আহমদ, কমলগঞ্জের মাওলানা নূরুল মোত্তাকিন জুনাইদ, মুফতী মশাইদ আলীসহ কয়েকজন মুসল্লী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠিক বক্তব্যেকালে শমশেরনগর হতে ৮/১০ টি মোটর সাইকেল যোগে ১৫/২০জন লোক পীরের বাজারে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে আসছিল। এসময় প্রতিবাদসভায় মাওলানা শিরাজুল ইসলাম মাইকে ঘোষণা দেন প্রতিবাদ সভাকে পণ্ড করতে সন্ত্রাসীরা আক্রমণ করেছে আপনারা যে যেভাবে পারেন তাদের প্রতিহত করেন। এসময় উত্তেজিত জনতা ৪টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তিনজনকে আটক করে পুলিশের কাছে সর্পদ করছে। মোটর সাইকেল আরোহীরা রাঙ্গাটলার এলাকার যাত্রা গানের পক্ষের লোক ছিলেন বলে স্থানীরা জানান।
আটক ব্যাক্তিরা হচ্ছেন- শমশেরনগরের মফিজ আলী, সুমন আহমদ, হারুন মিয়া। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।